Wellcome to National Portal
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ডিসেম্বর ২০২২

উদ্বাস্ত পুনর্বাসন টাস্ক ফোর্স

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাররে মাননীয় প্রধানমন্ত্রীর র্কাযালয়ের স্পেশাল এ্যাফেয়ারস বিভাগ, বাংলাদেশ সছিবালয়, ঢাকা-এর স্মারক নং-ষ্পেঃএ্যাঃবিঃ(প্রঃ-১)-১(ঞ)/৯৫(অংশ-১)/১৮৫, তাং- ৮/৪/১৯৯৭ইং মোতাবেক  ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শরর্ণাথী শিবির হতে বাংলাদেশী উপজাতীয় শরর্ণাথীদের দেশে প্রত্যার্বতন ও পুর্নবাসন সংক্রান্ত র্কাযাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের কাজ তথা সরকার ঘোষিত ২০ (বশি) দফা প্যাকেজে সুবিধা বাস্তবায়নে সহায়তা ও র্পযবেক্ষণকল্পে সরকার সর্বপ্রথম ‘‘ টাস্কর্ফোস ’’ গঠন কর । পরবর্তীতে বেশ কয়েকবার পূনর্গঠনের পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে স্মারক নং- পাচবমি(সম-১)-০৯/৯৯(অংশ-১)-৩১৫, তারখি- ২৭/০৮/২০০৯ইং-এ জারীকৃত প্রজ্ঞাপন বলে  টাস্কর্ফোস পুনর্গঠন করা হয় 

 

র্কমপরিধি:

(১)  প্রত্যাগত শরর্ণাথী পুর্নবাসনঃ

(ক)  বাংলাদশেী উপজাতীয় শরর্ণাথীদরে প্রদয়ে ২০(বশি) দফা প্যাকজে সুযোগসুবিধা যথাযথভাবে দ্রুত বাস্তবায়নে দিক নির্দেশনা ও সহায়তা করার লক্ষ্যে সময়ে সময়ে সরকারের নিকট সুপারিশ পেশ করার পাশাপাশি স্থানীয় র্কতৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকাররে তরফ হতে পরার্মশ ও নির্দেশ প্রদান এবং র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও র্পাবত্য চট্টগ্রাম জনসংহতি সমতিরি মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী উদ্বাস্ত্তদের পুর্নবাসন নিশ্চিতিকরণ;

(খ)  পুর্নবাসন প্রক্রিয়ায় সকল সংস্লিষ্ট সরকারি বিভাগ ও র্কতৃপক্ষের র্কমতৎপরতার সমন্বয় রর্ক্ষাথে পরার্মশ ও সহযোগতিা প্রদান;

(গ)  প্রত্যাগত শরর্ণাথীদের যেসব স্থানে (নিজের বসত বাটিসহ) পুর্নবাসতি করা হয়েছে সরজেমিনে সেসব স্থান পরিদর্শন এবং স্থানীয়ভাবে উদ্ভূত সমস্যাদির (যদি থাকে) সমাধানকল্পে প্রয়োজনীয় পরামর্শ/প্রস্তাব বাস্তবায়নরে জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট র্কতৃপক্ষের নিকট প্রেরণ এবং

(ঘ) শরণার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন কার্যক্রম এবং অন্যান্য প্রাসংগিক বিষয়াদি পর্যবেক্ষণ করে প্রয়োজনবোধে এ বষিয়ে সরকারকে পরামর্শ প্রদান।

(২) অভ্যন্তরীণ উদ্বাস্ত্ত পুর্নবাসনঃ

 

র্বতমান টাস্কর্ফোসের চেয়ারম্যান জনাব যতীন্দ্র লাল ত্রপিুরা প্রতমিন্ত্রী পদমর্যাদা হওয়ায় প্রভিলিজে এ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী নম্নিবর্ণিত পদসমূহে চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা/কর্মচারীদের জনবল হিসেবে নির্ধারণ করা হয়েছে ।

১.       চেয়ারম্যানের একান্ত সচবি                                       -১জন।

২.       চেয়ারম্যানের সহকারী একান্ত সচবি                              -১জন।

৩.       চেয়ারম্যানের ব্যক্তগিত সহকারী                                  -২জন।

৪.       জমাদার                                                           -১জন।

৫.       অর্ডার্লী                                                            -১জন।

৬.       কুক                                                               -১জন।

৭.       এম.এল.এস.এস                                                  -২জন।