Wellcome to National Portal
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুলাই ২০১৭

শান্তি চুক্তি পার্বত্য অঞ্চলের উন্নয়নের মাইলফলক: প্রতিমন্ত্রী বীর বাহাদুর


প্রকাশন তারিখ : 2017-07-23
 
বান্দরবান, ২৩ জুলাই ২০১৭
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, দীর্ঘ রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত শান্তি চুক্তি পার্বত্য অঞ্চলের উন্নয়নের মাইলফলক। এ চুক্তির ফলে শান্তি, সৌহার্দ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা তথা শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ,কৃষি ও আর্থ-সামাজিক খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।
 
বান্দরবান পার্বত্য জেলার থানচি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল থানচি কলেজ এর উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রসারে নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। দরিদ্র ও পশ্চাৎপদ শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরিতে সরকারের পাশাপাশি বিভিন্ন দেশী-বিদেশী সহযোগি সংস্থাও এগিয়ে এসেছে।
 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বলিপাড়া ৩৩ বিজিবি’র সিও লে. কর্ণেল মো: হাবিবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিদর্শক মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, থোয়াইহ্লামং মারমা ও ফিলিপ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি ৫০ হাজার টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ভবন, ৪৫ লাখ টাকা ব্যয়ে থানচি উপজেলা পরিষদ এর রেষ্ট হাউজ ও ২৫ লাখ টাকা ব্যয়ে পরিষদ ভবন সংস্কার কাজের উদ্বোধন করেন।
 
পরে প্রতিমন্ত্রী ঘুর্নিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত ৬২০ পরিবারের সদস্যদের মাঝে এ্যাকশন এইড প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।