Wellcome to National Portal
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মে ২০১৮

বান্দরবানে ২৫ লাখ টাকা ব্যয়ে শ্রী মন্দিরের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2018-03-25

আজ বান্দরবান সদরের হাফেজঘোনায় সনাতনী ধর্মালম্বীদের নবনির্মিত শ্রী শ্রী রামঠাকুর আশ্রমের শ্রী মন্দিরের উদ্বোধন করা হয়েছে।  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২৫ লাখ  টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং  প্রধান অতিথি হিসেবে  নবনির্মিত এই শ্রী মন্দিরের উদ্বোধন করেন।


এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে প্রত্যেক ধর্মের মানুষ নিজ ধর্মীয় কর্মকান্ড সুন্দরভাবে পরিচালনা করতে পারছেন। আমরা সবাই এখন ঈদ,পূজা,বৌদ্ধ পূর্নিমার অনুষ্টানসহ প্রত্যোক ধর্মালম্বীর অনুষ্টানে উপস্থিত হয়ে সুন্দর ও জাঁকজমকভাবে সকল অনুষ্টান সম্পাদন করি। 
 
রামঠাকুর আশ্রমের পরিচালনা কমিটির সভাপতি অর্পণ কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালীয়া জোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন,  পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী মো:আবু বিন ইয়াছিন আরাফাত প্রমুখ।
 
অনুষ্টানে গরীব ও অসহায় প্রায় তিনশত নারীর মধ্যে বস্ত্র  বিতরণ করেন বীর বাহাদুর উশৈসিং ।